ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

রাস্তার পাশে পুত্রসন্তান জন্ম দিলো ভারসাম্যহীন নারী

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ , ১১:৩৫ এএম


loading/img

খুলনার পাইকগাছা উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্রসন্তান জন্ম দিয়েছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জুন) উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৩১ মে) দুপুর ১২টায় উপজেলার গড়ইখালী বাজারস্থ অটোস্ট্যান্ডের পাশে সন্তান প্রসব করেন ওই নারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ভারসাম্যহীন নারী সন্তান জন্ম দেওয়ার পর ইশারা-ইঙ্গিতে বাচ্চার প্রতি টান দেখালেও বুকের দুধ খাওয়াতে আপত্তি করছেন। পরে একই দিন বিকেলে সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ঘটনাস্থলে পৌঁছে ভারসাম্যহীন মা ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিজ্ঞাপন

সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান, ভারসাম্যহীন মা-নবজাতকের ওষুধ ও খাবারসহ সবকিছুই সরবরাহ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জানান, নবজাতকের ভবিষ্যতের জন্য আলোচনা সাপেক্ষে কোনো পরিবার বা প্রতিষ্ঠানকে দত্তক দেওয়া যেতে পারে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |