• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

অজগর ভেবে রাসেল ভাইপার ধরলেন ওঝা, অতঃপর..

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৩, ১০:১৯
অজগর ভেবে ধরলেন রাসেল ভাইপার, অতঃপর..

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ চর এলাকায় অজগর ভেবে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ ধরেন এক ওঝা। এ সময় এ সাপের কামড়ে তিনি আহত হয়েছেন।

বুধবার (১২ জুলাই) ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১১ জুলাই) সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাপ নিয়েই হাসপাতালে হাজির হন তিনি।

আহত ব্যক্তি মুন্সিগঞ্জের লৌহজং থানার গোয়ালীমান্দ্রা গ্রামের কালাচান সাপুড়িয়ার ছেলে মো. নজরুল ইসলাম। বর্তমানে তিনি ফরিদপুর শহরের মুন্সিবাজার পালবাড়ীর মাঠে বেদেপল্লিতে বাস করেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে হাজীগঞ্জ চর এলাকায় সাপ ধরতে যান নজরুল। পদ্মা নদীর খালে জেলেদের চায়না দোয়ারিতে একটি সাপ আটকে পড়ে। এ সময় জেলেদের ডাক পেয়ে ডোরাকাটা সাপটি দেখে অজগরের বাচ্চা ভেবে হাত দিয়ে ধরতে গেলে সাপটি তাকে কামড় দেন। এরপরও সাপটিকে ধরে নিয়ে আসেন। অসুস্থবোধ করলে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে সাপটি রাসেল ভাইপার বলে শনাক্ত করে। এ সময় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ডা. মাহফুজুর রহমান জানান, রাসেল ভাইপারের কামড় দেওয়ায় নজরুল ইসলামকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। রোগীকে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার হাসপাতালে ভর্তি প্রবীর মিত্র, শারীরিক অবস্থার অবনতি
চলতি বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬
অসুস্থ হয়ে হাসপাতালে মুশফিক আর ফারহান
মধ্যরাতে দম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলা, স্বামী নিহত