উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে মাসখানেক ধরে টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলেও তা কমতে শুরু করছে। তবে, যমুনার অন্যান্য শাখা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নুরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সোমবার (১৭ জুলাই) সকাল ৯ টা থেকে মঙ্গলার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়।
এ ছাড়া ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১ সেন্টিমিটার, বংশাই নদীর পানি মধুপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার, কাউলজানী পয়েন্টে ২ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ৩ সেন্টিমিটার ও ফটিকজানি নদীর পানি নলচাপা পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এসব নদীরগুলোর পানি বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে যমুনা নদীর পানি গত দুদিন ধরে কমতে শুরু করলেও এখনো চরাঞ্চলের ফসলি জমি পানির নিচে তলিয়ে আছে। পচে নষ্ট হয়ে গেছে বিভিন্ন ধরনের শাক-সবজি। যার ফলে দুর্ভোগ ও ভোগান্তি কাটেনি চরাঞ্চলবাসীর।
টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নূরুল আমিন জানান, গত সোমবার থেকে যমুনা নদীর পানি কমতে শুরু করছে। দুই দিনে পানি কমে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, জেলার অন্যান্য নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত রয়েছে।