ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুমা বিশ্বাস (২৬) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। রুমা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে।
বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুমার স্বামীর নাম লিটন ঘোষ। তার বাড়ি একই ইউনিয়নের পারুলিয়া গ্রামে। রাজবাড়ীতে তার স্বর্ণের ব্যবসা রয়েছে।
লিটন ঘোষ গণমাধ্যমকে বলেন, আমার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। গত রোববার রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে তার ডেঙ্গু রোগ শনাক্ত হয়। এরপর বাড়িতেই সে চিকিৎসাধীন ছিল।
তিনি আরও বলেন, অবস্থার অবনতি হলে বুধবার বিকালে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে দ্রুত ফরিদপুর নিয়ে যেতে বলেন। পরে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্তঃসত্ত্বার মৃত্যু সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।