ঢাকা

স্বামীকে গলাকেটে হত্যা, স্ত্রী ও কন্যা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৬ আগস্ট ২০২৩ , ১২:২২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরের দেহাটি গ্রামে মতিয়ার রহমান (৫০) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা এবং মেয়ে ময়না খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত মতিয়ার রহমান উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের হঠাৎপাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে। বিভিন্ন মালামাল কিস্তিতে বিক্রি করে সংসার চালাতেন তিনি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, ঘটনার সঙ্গে জড়িত মা ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য জীবননগর থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত ঘটনা জানানো হবে।

কেডিকে ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মজিবার রহমান বলেন, মা এবং মেয়ে মিলে মতিয়ারকে গলা কেটে হত্যা করেছে। আমার জানামতে মতিয়ার রহমান খুবই ভালো মানুষ ছিলেন। তিনি বিভিন্ন মালামাল কিস্তিতে বিক্রয় করতেন। মেয়েকে তিনি অনেক ভালোবাসতেন। বিয়ের পরও মেয়েকে প্রতি শুক্রবার ভালোমন্দ খাবার রান্না করে বাড়িতে ডেকে খাওয়াতেন। অন্য কোনো ঘটনা আছে কি না, তা পুলিশ তদন্ত করলেই বের হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |