ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

মন্ত্রীর গাড়িতে মোটরসাইকেলের ধাক্কা, ২ শিক্ষার্থী আহত

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ , ০২:৫৪ এএম


প্রতিমন্ত্রী
ছবি : আরটিভি

রাজধানীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। 
সোমবার (২৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে রমনা এলাকার হেয়ার রোডে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রীর একজন সহকর্মী আরটিভি নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রীর ওই সহকর্মী জানান, হেয়ার রোডে ঢোকার রাস্তায় বাইকটি মোড় ঘোড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয়। এসময় বাইকে থাকা দুজন আহত হলে তাদেরকে মন্ত্রীর গাড়িতে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় গাড়িতেই ছিলেন মন্ত্রী। 

বিজ্ঞাপন

এদিকে আহত আবিরুজ্জামান অভি ও মো. তাফসিরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যায় পরিবার। দুজনই এসএসসি পরীক্ষার্থী। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |