ঢাকা

‘বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন’

আরটিভি নিউজ

রোববার, ২২ অক্টোবর ২০২৩ , ০৩:১১ পিএম


loading/img
ফাইল ছবি

বঙ্গবন্ধু তার সারাটা জীবন অসাম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাস করে রাজনীতি করেছেন, জেলে গেছেন, অত্যাচার সহ্য করেছেন। প্রধানমন্ত্রীও বিশ্বাস করেন ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার।

বিজ্ঞাপন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রোববার (২২ অক্টোবর) বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এতে আরও বলা হয়, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িকতাকে বাংলাদেশের সংবিধানের জাতীয় ৪-মূলনীতির মধ্যে সন্নিবেশিত করেছিলেন। অথচ ষড়যন্ত্রকারীরা আজ এতটাই ধৃষ্টতা দেখাচ্ছে যে তারা প্রকাশ্যে ঘোষণা করছে ক্ষমতায় গেলে ’৭২-এর সংবিধান বাতিল করবে।

বিজ্ঞাপন

‘আসুন মহান মুক্তিযুদ্ধের সময় আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেভাবে লড়াই করে বিজয়ী হয়েছি, সেভাবে আজ আবার চক্রান্তকারীদের অপচেষ্টাকে ব্যর্থ করে শেখ হাসিনার হাতকে পুনরায় শক্তিশালী করে আগামী নির্বাচনে বিজয়ী করে আমাদের প্রিয় দেশকে উন্নত বিশ্বের পানে নিয়ে যাওয়ার পবিত্র অভিযাত্রায় শামিল হই।’

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে তাদেরকে শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |