জয়পুরহাটে শ্যালোচালিত ভটভটির ধাক্কায় খলিলুর রহমান পচা (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ক্ষেতলাল উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খলিলুর উপজেলার সাগরামপুর পাইকপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খলিলুর রহমান পচা ক্ষেতলাল বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে যাত্রী নিয়ে সাগরামপুর পাইকপাড়া গ্রামে যাচ্ছিলেন। ইসলামপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গরু বোঝায় ভটভটি পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে খলিলুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।