ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

হত্যা মামলায় সাবেক মেয়র হাবিবুর গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ , ০৫:৫৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট ও ৫ আগস্ট হত্যা মামলায় পাঁচবিবির সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন। 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে জয়পুরহাটে ৪ আগস্ট পাঁচবিবির শিক্ষার্থী বিশাল ও ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর জয়পুরহাট শহরের মেহেদী হাসান হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি হাবিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

বিজ্ঞাপন

গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব জেলার পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। 

জয়পুরহাট সদর থানার (ওসি) শাহেদ আল মামুন বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্দেহজনক হিসেবে চলাফেরা করছিলেন হাবিব। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে ঢাকা শিল্পাঞ্চল থানায় সোপর্দ করে। পরে শিল্পাঞ্চল থানার পুলিশ জয়পুরহাট সদর থানায় খবর দেয়। পরে ডিবি পুলিশের একদল টিম ঢাকায় অবস্থান করছিল। তারা হাবিবকে গ্রেপ্তার করে জয়পুরহাটে নিয়ে আসেন।


আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |