ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

চালকের গলা কেটে ভ্যান ছিনতাই, ২ জনকে গণপিটুনি

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ১১:১০ পিএম


loading/img
ছবি : আরটিভি

জয়পুরহাটের ক্ষেতলালে যাত্রীবেশে দুই ছিনতাইকারী চালকের গলা কেটে ব্যাটারিচালিত একটি ভ্যান নিয়ে পালানোর সময় তাদের আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। 

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) রাতে জয়পুরহাট-পাঠানপাড়া সড়কের উপজেলার হোপ সেতু এলাকায় এ ঘটনা ঘটে। 

গুরুত্বর আহত ব্যাটারিচালিত ভ্যানচালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির শিকার দুই ছিনতাইকারী উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

বিজ্ঞাপন

গুরুত্বর আহত ভ্যানচালকের নাম সাইফুল ইসলাম (৫০)। তিনি ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামের লাজেম উদ্দিনের ছেলে। গণপিটুনির শিকার দুই ছিনতাইকারী হলেন, জয়পুরহাট সদর উপজেলার ঘেনাপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সজিব হোসেন (২৫) ও একই উপজেলা গুয়াবাড়িঘাটের  স্বপন হোসেন (৫০)। গুরুত্বর জখম ভ্যানচালক মারা গেছেন বলে আজ মঙ্গলবার সকালে গুজব ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বলছে, ভ্যানচালক সুস্থ আছেন। 

থানা পুলিশ ও হোপ গ্রামবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার পর চৌমুহনী এলাকা থেকে পাঠান যাওয়ার কথা বলে দুই ব্যক্তি সাইফুলের ব্যাটারিচালিত ভ্যানে চড়েন। চালক ভ্যান নিয়ে হোপ সেতু এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পিছন থেকে তার ধারালো অস্ত্র দিয়ে পোঁচ দেন। এতে তার গলা কেটে যায়। তিনি সড়কের ওপর পড়ে যান। ছিনতাইকারী স্বপন হোসেন ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছিলেন আর সজিব হোসেন ভ্যানে বসে ছিলেন। এ সময় সাইফুলের চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে আসলে ভ্যানচালক সাইফুল তাদের ঘটনাটি জানান। তারা সেখান থেকে সাইফুলকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সাইফুলের গলাকেটে ভ্যান ছিনতাইয়ের ঘটনাটি হোপগ্রামে লোকজনদের জানান তারা। গ্রামের লোকজন ধাওয়া করে ভ্যানসহ দুই ছিনতাইকারী ধরে ফেলেন। তারা দুই ছিনতাইকারীকে গণপিটুনি দেন। পরে তাদের একটি ঘরে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ভ্যানচালকের গলায় পোঁচ দিয়ে ভ্যান নিয়ে পালানোর সময় জনতা দুই জন ছিনতাইকারী ধরে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ভ্যানচালক সাইফুল ইসলাম সুস্থ রয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |