‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে বিএনপি নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ , ১০:৫৪ পিএম


‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে বিএনপি নেতাকে অবাঞ্ছিত ঘোষণা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে খালেদা জিয়ার সদ্য বহিষ্কৃত উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামানকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সন্ধ্যায় বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন সৈয়দ এ কে একরামুজ্জামান। আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক একরামুজ্জামানের পক্ষে বকুল মিয়া নামের দলীয় এক কর্মী সোমবার (২৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ ঘটনায় পরদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ এবং দলের প্রাথমিক সদস্যের পদ থেকে একরামুজ্জামানকে বহিষ্কার করে বিএনপি।

বিজ্ঞাপন

যদিও মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে একরামুজ্জামান সাংবাদিকদের জানিয়েছিলেন, তার শুভাকাঙ্ক্ষীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতেই পারেন। তবে নির্বাচন করবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

নূরে আলম সিদ্দিকী সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বাসঘাতক, জনবিচ্ছিন্ন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তথা নাসিরনগর উপজেলা বিএনপির রাজনীতি থেকে পরিত্যক্ত একরামুজ্জামান কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে জেলা বিএনপি অর্বাচীন এবং বাণিজ্যিক লোভে আক্রান্ত হওয়ার কারণ মনে করে। তাই তাকে জেলা বিএনপির পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম ছিদ্দিকী বলেন, একরামুজ্জামান কখনোই দলের আন্দোলন-সংগ্রামে ছিলেন না। তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission