ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩ ডাকাতকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
শনিবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।
এর আগে, উপজেলার বিভিন্ন জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে ওই তিন ডাকাতকে আটক করা হয়।
আটককৃত ডাকাতরা হলেন আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জাঙ্গাল গ্রামের হারিজ মিয়ার ছেলে ওবায়েদুল হক ভুট্ট (৩৫), মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের আ. আলীম মিয়ার ছেলে রফিক (৩৭) ও জাঙ্গাল গ্রামের মানিক মিয়ার ছেলে মো. টিপু মিয়া (২৭)।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, ওই ৩ ডাকাতকে ডাকাতি মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমকে-টি