ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ইফতারের জন্য বাড়ি ফেরা হলো না যুবকের

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১১:০৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইফতার করার জন্য বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসফেরত মো. আরিফ মিয়া (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) ইফতারের পূর্বমুহূর্তে পৌরসভার বিশারাবাড়ি গ্রামের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তিনি মালয়েশিয়ার প্রবাসী ছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, ইফতার করার জন্য কসবা থেকে বাড়ি যাওয়ার সময় পৌরসভার বিশারাবাড়ি গ্রামের ব্র্যাক অফিসের সামনে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আরিফ। এ ঘটনায় হাসান নামে আরেক যুবক গুরতর আহত হয়েছে। ঘটনার পর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরিফকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

নিহতের চাচাত ভাই ইসমাইল রেজা বলেন, আরিফ মালয়েশিয়া প্রবাসী ছিল। কিছুদিন আগে সে বাড়িতে আসে। এর আগে সে মালয়েশিয়াতে ৫ মাস জেলে ছিল। তার মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাবেয়া আক্তার জানান, ইফতারের পূর্ব মুহূর্তে মুমূর্ষু অবস্থায় দুজন ছেলেকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে আরিফ নামে একজন ঘটনাস্থলেই মারা যায় ও সাথের ছেলেটির অবস্থা গুরতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। দুজনেই মাথায় আঘাতপ্রাপ্ত ছিল।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |