গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর নারী পোশাকশ্রমিক বৃষ্টি আক্তারের (২৬) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নান্দিয়া সাংগুন গ্রামের রুবেল মিয়ার স্ত্রী এবং তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। দুই সন্তান রেখে পোশাক শ্রমিকের মৃত্যুতে ওই গ্রামে শোকের মাতম বইছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বৃষ্টি তার স্বামীর বাড়িতে লাকড়ি দিয়ে চুলায় রান্না করছিল। হঠাৎ চুলা থেকে তার গায়ের ওড়নায় আগুন লাগে। পরে রান্নাঘর থেকে বের হয়ে বৃষ্টি চিৎকার শুরু করেন। এ সময় বাড়ির লোকজন স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান আরটিভি নিউজকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ওই নারীর মৃত্যু হয়। তার শরীরের ৬৩ ভাগ পুড়ে গিয়েছেল।