ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা একটি ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম সাদিকুল ইসলাম ওরফে ইব্রাহিম (৪৮)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি গ্রামের বাসিন্দা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে শ্রমিক হিসেবে বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য নির্মিতব্য ভবনে কাজ করছিলেন সাদিকুল। আজ ১০ তলায় কাজ করছিলেন তিনি। বিকেল চারটার দিকে পা পিছলে সেখান থেকে পড়ে যান সাদিকুল। তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, কাজ করার সময় ১০ তলা থেকে পড়ে সাদিকুল ইসলাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীন শ্রমিক হিসেবে তিনি কাজ করতেন। লাশ হাসপাতালে আছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ বলেন, নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক মৃত্যুর ঘটনাটি থানায় কিছু জানানো হয়নি। জানানো হলে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।
আরটিভি/এএএ