ব্যারিস্টার সায়েদুল হক সুমন হবিগঞ্জ–৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়ে প্রতিক্রিয়ায় বলেন, আমার পুরো সময়টাই (৫ বছর) চমকের ওপর থাকবে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, এটা আমি দেখাব যে, একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে। আগামী সপ্তাহে বাড়ি গিয়ে প্রথম একটা পুরাতন নদীর ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু করব। তারপর অন্যান্য পরিবর্তনগুলোর দিকে এগুবো।
ফুটবল খেলাকে এগিয়ে নিতে তিনি বলেন, আমার (চুনারুঘাট–মাধবপুর) এলাকায় ছোট ছোট এক’শ ফুটবল মাঠ বানাতে চাই। ফুটবল খেলাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ও সংসদে ফুটবল নিয়ে কথা বলতে চাই। কারণ, বাচ্চাদের ফুটবল মাঠে নিয়ে না গেলে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে পারবেন না। এ জন্য ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ। আর বাফুফেকে যতটুকু প্রেশারে রাখা যায়– ততটুকুই প্রেশারে রাখতে চাই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন প্রায় ৪৭ হাজার ভোট। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।