• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রিজভী

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩৮
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রিজভী
ফাইল ছবি

শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিকে দেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই বিপ্লবে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে। এরপরও ভারত সরকার তার ভিসার মেয়াদ বাড়ালো, এটা ভালোভাবে নেয়নি জনগণ।

তিনি আরও বলেন, যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনা শহিদদের নামে নামকরণের আহ্বান জানাচ্ছি।

গত সাড়ে ১৫ বছরে হওয়া গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট অধিদপ্তর। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যেই জানা গেল, তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ফেরতের বিষয়ে ভারত নিশ্চুপ
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
হাসিনা-রেহানা পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল