• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মৌলভীবাজারে পাওয়া গেল বিরল প্রজাতির মাকড়সা! 

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৫
মৌলভীবাজারে পাওয়া গেল বিরল প্রজাতির মাকড়সা! 
ছবি : আরটিভি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানের শ্রমিক লাইনের একটি বাড়িতে দেখা মিলল বিরল প্রজাতির ক্রেব স্পাইডার মাকড়সা।

জানা যায়, উপজেলার মাধবপুর চা বাগানের ফাঁড়ি পদ্মছড়া চা বাগানের শ্রমিক লাইনে অবস্থিত বুলবুল আহমেদের বাড়ি থেকে মাকড়সাটি পাওয়া যায়। গত শনিবার রাতে বিরল প্রজাতির মাকড়সাটি প্রথম দেখতে পান বাড়ির মালিক বুলবুল আহমেদ। পরে মাকড়সাটিকে ধরে একটি কৌটাতে সংরক্ষণ করে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দেন তিনি।

খবর পেয়ে রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির মালিক বুলবুল আহমেদ স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান।

পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিরল প্রজাতির মাকড়সা দেখে বন্যপ্রাণী বিভাগে এ মাকড়সার ছবি পাঠিয়ে মুঠোফোনে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন।

এ সময় তিনি জানান, এ মাকড়সাটির নাম হচ্ছে ক্রেব স্পাইডার। এটি বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিচরণ করে থাকে। এ মাকড়সাকে কোনো গাছের ডালে উন্মুক্ত করে দেওয়ার কথা বলেন তিনি।

এ দিন বিকেলে বুলবুল আহমেদ ও তার মা জয়গুণ বেগম বিরল মাকড়সাটিকে কাঁঠাল গাছে উন্মুক্ত করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্যের সঙ্গে পরকীয়া করতেন স্ত্রী, সন্দেহে খুন করলেন স্বামী
দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
এবার আর আগের মতো ভোট হবে না: সিইসি
ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে দৌড়, এরপর যা ঘটল