বরিশালের গৌরনদীতে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের কটকস্থল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কালু সরদার (৪৬) গৌরনদী উপজেলার পিপড়াকাঠি গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে।
ঘটনার সময় সঙ্গে থাকা শ্যালক মো. সাইদুল বলেন, তারা তিনজন বেপারী পরিবহনের বাসে গৌরনদীর উদ্দেশে রওনা দেন। ভাড়া নিয়ে বাসে তাদের সঙ্গে সুপারভাইজার, হেলপার ও চালকের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। বাসটি কটকস্থলে থাকার সময় ভগ্নিপতি কালু সরদারকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেন।
গৌরনদী মহাসড়ক থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকাগামী একটি বাসে যাত্রীকে ফেলে দেওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। শুনেছি আহত যাত্রীকে ঢাকা নিয়ে গেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ান গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি জানি না। এ ধরনের ঘটনা যদি ঘটে, তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।