• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৯ মার্চ ২০২৪, ১০:৪৫
ছবি : সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে নুরুন নাহার (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে হাজিগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের কৈয়ারপুল গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নুরুন নাহার ওই বাড়ির মৃত আবুল বাসারের স্ত্রী। তিনি ৩ পুত্রসন্তানের জননী।

নিহতের ভাতিজি পারভিন আক্তার বলেন, দুপুরে চাচির ডাকচিৎকারে বাড়ির সবাই দৌড়ে তার ঘরে যাই। নিজের ঘরে রাখা বস্তায় হাত দিতেই হাতের আঙুলে কামড় দেয় বিষধর সাপ। পরে তার হাত বেঁধে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. গোলাম মাওলা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না। তাই রোগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসাপতালে রেফার্ড করা হয়।

হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ জানান, সাপের কামড়ে গৃহবধূ নুরুন নাহারের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 
চাঁদপুরে আলোচিত বালুখেকো মতিন গ্রেপ্তার