দুদকে তলব করার পরও হাজির হননি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৫৩ পিএম


দুদকে তলব করার পরও হাজির হননি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিক

চাঁদপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাঁদপুর কার্যালয়ে তলব করার পরও হাজির হননি। সম্প্রতি চাঁদপুর কার্যালয়ে হাজির হয়ে আনিত অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য তাকে চিঠি দেওয়া হয়। তবে তিনি সশরীরে উপস্থিত না হয়ে ডাকযোগে তার বক্তব্যের চিঠি পাঠান।

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম।

গত ১৪ জানুয়ারি দুদক চাঁদপুরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, রফিকুল ইসলামের (বীর উত্তম) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাস্তা নির্মাণ ও নদী খননের অর্থ আত্মসাৎ, সীমাহীন দুর্নীতির মাধ্যমে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, বিদেশে টাকা পাচারসহ নামে বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে দুদক চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, গত ২ ফেব্রুয়ারি সশরীরে কার্যালয়ে এসে চাঁদপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য চাঁদপুর কার্যলয়ে হাজির হওয়ার জন্য বলা হয় কিন্তু তিনি হাজির না হয়ে ডাকযোগে আমাদের কাছে চিঠি পাঠান। মেজর (অব.) রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। আমরা দুদক আইন ও বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission