পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুরে আগুন লেগে অন্তত ২৩ টি মাছের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে জাপান মৎস্য আড়ৎ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২৩ আড়ত মালিকের ৩ কোটি টাকারও ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা।
কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন জানান, সড়ক সরু হওয়ার কারণে ঘটনাস্থলে পৌছাতে কিছুটা বিলম্ব হলেও পাশাপাশি নদী থাকায় খুব কম সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি নিরূপণে আমাদের কাজ চলছে।