মেহেরপুরে মিলছে না স্বস্তি, বাড়ছে তাপপ্রবাহ
মেহেরপুর জেলাসহ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতিতে স্বস্তির দেখা নেই। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
মেহেরপুরের প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গায় আবহাওয়া অফিস মঙ্গলবার পূর্বের সব রেকর্ড ভেঙে ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে।
প্রতিদিন সকালের সূর্যের চোখ রাঙানি সারাদিনের তীব্র উত্তাপের আভাস দেয়। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়তে থাকে তাপমাত্রার পারদ। তীব্র রোদের সঙ্গে গরম হাওয়া বয়ে যায় দিনজুড়ে। ফলে সীমাহীন কষ্টের মধ্যে সময় পার করেন ঘর থেকে বের হওয়া শ্রমজীবী মানুষ। প্রাণ শীতল করতে তাই শারীরিক ঝুঁকি নিয়ে অনেকে পান করছেন ঠান্ডা শরবত।
এদিকে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের ফলে জনজীবনের পাশাপাশি খেতের ফসল নিয়ে দুশ্চিন্তা বাড়ছে চাষিদের মনে। বোরো ধান, আম লিচু ও পাট আবাদ পড়েছে হুমকির মুখে।
মন্তব্য করুন