ঢাকা

মধ্যরাতে ঝাড়ু হাতে সিলেটের রাস্তায় তামিম ইকবাল

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ১১:১৫ এএম


loading/img
ছবি : সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল। 

বিজ্ঞাপন

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১১টায় সিসিক আয়োজিত নগরী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তামিম।

পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজ হাতে ঝাড়ু নিয়ে নগরীর ক্বীন ব্রিজ-সংলগ্ন এলাকা পরিষ্কার করেন তামিম। এ সময় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

তামিম ইকবাল বলেন, আগেও অনেকবার সিলেটে এসেছি। তবে এবার সিলেটকে বেশি পরিষ্কার লাগছে। বিশেষ করে ফুটপাত এবং রাজপথে হকারদের ঝামেলা নেই।

তিনি বলেন, সিসিক মেয়র এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে সিলেট আরও পরিষ্কার হবে। এ সময় সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্যও আহ্বান জানান এই ক্রিকেটার।

পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান বর্জ্য কর্মকর্তা কর্নেল (অব.) একলিন আবেদিন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |