রাঙ্গামাটিতে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা
রাঙ্গামাটির লংগদুতে জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টরসহ দুইজন নিহত হয়েছে। তারা হলেন- তিনক চাকমা ও ধন্যমতি চাকমা।
শনিবার (১৮ মে) সকাল ৯টায় লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের মনপতি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে লংগদু ইউনিয়নের মনপতি বাজার এলাকায় জেএসএস-সন্তু লারমা গ্রুপের ১০-১২জন সশস্ত্র সদস্য ইউপিডিএফ-প্রসীত গ্রুপের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপের চাঁদা কালেক্টর তিনক চাকমা (৫০) ও স্থানীয় পাহাড়ী ধন্যমতি চাকমা (৪০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সহকারী পুলিশ সুপার লংগদু সার্কেল মো. আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাটি অনেক দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন