• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

ধান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ৩০ মে ২০২৪, ১৪:২৬
ধান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে মো. মহিউদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার।

নিহত মো. মহিউদ্দিন (৩২) উপজেলার ছদহা ইউনিয়নের উত্তর ছদহা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ধানের বস্তা চুরি করে পিকআপ ভ্যানে তোলার সময় জনতা ধাওয়া দিয়ে আটক করে তাকে পিটুনি দেয়। বুধবার (২৯ মে) রাতে সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের সরোয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয়দের বরাতে ওসি প্রিটন সরকার বলেন, ঘটনাস্থল সরোয়ার বাজার এলাকায় শাহ পারুওয়াল মাদরাসার নির্মাণাধীন ভবনে স্থানীয় লোকজন বস্তাভর্তি ধান জমা করেছিলেন। গত সপ্তাহে ধান চুরির ঘটনা ঘটে। এরপর সেই ধান চোরের হাত থেকে রক্ষায় গ্রামবাসী রাত জেগে পাহারা দিয়ে আসছিলেন। বুধবার রাত ১১টার দিকে একদল চোর পিকআপ ভ্যান নিয়ে এসে ধানের বস্তা সেখানে তোলা শুরু করেন। পাহারায় থাকা গ্রামের লোকজন টের পেয়ে তাদের ধাওয়া দেয়।

ওসি প্রিটন আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, চোরেরা সংখ্যায় ৪-৫ জন ছিলেন। ধাওয়া খেয়ে পিকআপ ভ্যান ফেলে পালানোর সময় মহিউদ্দিনকে আটকে ফেলেন গ্রামবাসী। গণপিটুনিতে গুরুতর আহত হন মহিউদ্দিন। রাত সোয়া ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আহত অবস্থায় তাকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও চুরি করে সেখানে তোলা পাঁচ বস্তা ধান জব্দ করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
মেয়েকে পিটিয়ে হত্যা, বাবা পলাতক
কৃষককে কোদালের হাতল দিয়ে পিটিয়ে হত্যা    
যৌতুক দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করল ছাত্রলীগ নেতা