ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

জুমার নামাজে যাওয়ার পথে প্রবাসীকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৭:৫৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে হাবিবুল্লাহ (৪৬) নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার গাংধোয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত হাবিবুল্লাহ উপজেলার চরফরাদী এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি মরিশাস প্রবাসী।

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানান, তিন মাস আগে মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে আসেন হাবিবুল্লাহ। এরপর থেকে তিনি বাড়িতেই ছিলেন। কয়েকদিন আগে তার ছেলে ফুটবল খেলতে গেলে একই এলাকার হেলাল উদ্দিনের ছেলের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে পরে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে শুক্রবার দুপুরে বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে হাবিবুল্লাহর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় হেলাল উদ্দিন ও তার ভাগনে মুখলেছ এবং তাদের লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় হাবিবুল্লাহকে উদ্ধার করে কুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় কয়েকজন। কিন্তু, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |