চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে আম মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু-উল-ইসলাম।
সূচনা বক্তব্য দেন কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক। এ সময় জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে এম কাওছার হোসেন. সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় সরকার, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ আকরামসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।