• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

রাজেন্দ্রপুরে বাস-পিকআপ সংঘর্ষ, আহত ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২৪, ১২:২১
রাজেন্দ্রপুরে বাস-পিকআপ সংঘর্ষ, আহত ৩
ছবি : আরটিভি

গাজীপুরের কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টায় রাজেন্দ্রপুর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের শালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন।

প্রত্যক্ষদর্শী জিয়াউল আহসান বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘অনন্যা ক্লাসিক’ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ ভেঙে যায়।

এ বিষয়ে বাবুল খান নামে ‘অনন্যা ক্লাসিক’ এর এক কর্মকর্তা বলেন, ‘বাসের সামনের অংশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের বড় গ্লাস ভেঙে যাওয়ায় এ বাসটি আর ঢাকা যাচ্ছে না। বাসের যাত্রীদের আমাদের কোম্পানির অন্য বাসে তুলে দেওয়া হয়েছে। সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।’

গাজীপুরের রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আমি অজ্ঞাত একজনকে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ১
নওগাঁয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১
বনশ্রীতে যাত্রীবাহী বাসটি খালে পড়ার কারণ জানা গেল
সন্ধ্যায় বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খালে