ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ চালক-হেলপার গ্রেপ্তার

আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ০৮:১৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য পরিবহনের অভিযোগে ৪ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি গুলশান বিভাগ।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন-  বাসের চালক মো. জাকির হোসেন (৪৫) ও বাসের হেলপার মো. শাহিন চৌকিদার (৩০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম গোপন তথ্য পায় কক্সবাজার থেকে ‘সেন্টমার্টিন রোড মাস্টার’ নামে একটি বাসের ড্রাইভার ও হেলপার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ডিবি পুলিশের টিম। বাসটি ডিবি পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময় আটক করা হয়। আটক বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হেলপার শাহিন চৌকিদার পুলিশকে জানায় তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসেছে। ডিবি টিম তাৎক্ষণিকভাবে বাসটির ভেতরে তল্লাশি করে চালকের দুপায়ের মাঝখানে রাখা একটি ব্যাগ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সূত্র আরও জানায়, ইয়াবা পরিবহনের দায়ে বাসের ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার ও বাসটি জব্দ করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জাকির পেশাতে একজন বাসচালক। বাসচালকের আড়ালে তিনি ও হেলপার শাহিন মিলে অবৈধ মাদকের ব্যবসা করে আসছিল। তারা দীর্ঘদিন ধরে ‘সেন্টমার্টিন রোড মাস্টার’ বাসে যাত্রী পরিবহনের আড়ালে পরস্পর যোগসাজশে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা ট্যাবলেট কিনে ঢাকায় নিয়ে আসতো। এরপর ঢাকা মহানগরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা ট্যাবলেটগুলো অধিক মূল্যে বিক্রয় করতো। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |