• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

নাফ নদী থেকে ২৪ ঘণ্টায় ২ মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২৪, ২২:২৭
নাফ নদী থেকে ২৪ ঘণ্টায় ২ মরদেহ উদ্ধার 
ছবি : আরটিভি

কক্সবাজারের টেকনাফে একদিনে ২ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন অজ্ঞাত ও অপরজন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের নুরুল আমিনের মো. ইউনুছ (৩৪)।

শনিবার (১৩ জুলাই) নাফ নদীতে মরদেহ দুটি ভাসতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার রাতে দমদমিয়া এলাকার মো. ইউনুস বাড়ি হতে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে ইউনুসের মরদেহ নাফ নদীতে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। মরদেহের গলায় রশি প্যাঁচানো ছিল।

অপরদিকে বিকাল ৩টার দিকে নাফনদীর দমদমিয়া কেয়ারি ঘাট বরাবর নদীতে অপর এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তার পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (ওসি) তপন কুমার বিশ্বাস সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দমদমিয়া নৌপুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার
ধলেশ্বরী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার 
শার্শা সীমান্ত থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার