চট্টগ্রামে ট্রেনের দুই ইঞ্জিনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. ফারুক নামে একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ইঞ্জিন ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাহাড়িকা ইঞ্জিন ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রেলের লোকো মাস্টার মো. ফারুক আহত হয়ে জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, দুটি ইঞ্জিন ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে লোকো মাস্টার ফারুক আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার জ্ঞান ফিরেছে। চিকিৎসাও চলছে।