• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

নওগাঁয় বিএনপির শোভাযাত্রা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২৪, ১৭:২৯
ছবি : আরটিভি

নওগাঁয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৭ আগস্ট) দুপুরে শহরের কেডির মোড় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে ব্রিজের মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম (ভিপি) রানাসহ যুবদল ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা আজ মুক্ত। এখন অনেক সুযোগ সন্ধানী দলে ভিড়তে চাইবে। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। এটা হতে দেওয়া যাবে না।

এ সময় গত কয়েকদিন একটি কুচক্রী মহল বিভিন্ন সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ করেছে। প্রশাসন তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে-এমনটাই প্রত্যাশা করেন তারা।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক টিকবে না: ডা. জাহিদ
বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
ভোল পাল্টে তারেক রহমানকে নিয়ে জয় চৌধুরীর পোস্ট, অতঃপর...
নির্বাচনের দরজা পার হয়ে গণতন্ত্রে যেতে হবে: ফখরুল