ঢাকা

নওগাঁয় মাদক সেবনকালে ৩ পুলিশ সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ১০:৫৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নওগাঁয় গাঁজা সেবনকালে তিন পুলিশ সদস্যকে আটক করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) সকাল ১০টার সময় নওগাঁ কে ডি সরকারি উচ্চবিদ্যালয়ে পুরাতন হোস্টেলের সামনে পুলিশের ইউনিফর্ম পরিহিত কনস্টেবল সুজন হোসেন, আলম হোসেন ও সিভিলে থাকা এক পুলিশ সদস্যকে গাঁজা সেবনের সময় স্কুলের শিক্ষার্থীরা গাঁজাসহ তাদের আটক করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ার পর উপস্থিত শিক্ষার্থীদের কনস্টেবল সুজন, আলম তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা পিস্তল হাতে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ ফেরদৌস এসে পরিবেশ শান্ত করে পুলিশ সদস্যদের উদ্ধার করে ডিবি পুলিশের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে নওগাঁ সরকারি কেডি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহেদ ফেরদৌস বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সদস্যসহ তিনজনকে শিক্ষার্থীরা গাঁজা সেবন করতে দেখতে পায়। বিষয়টি তাদেরকে বলতে গেলে তারা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। কিন্তু বেশি শিক্ষার্থী থাকায় তারা পালিয়ে যেতে পারেননি।

তিনি বলেন, একসময় শিক্ষার্থীরা তাদেরকে সার্চ করলে গাঁজার সিগারেট পায়। খবর পেয়ে ডিবির একটি দল এসে তাদের নিয়ে যায়।

নওগাঁ সরকারি কেডি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ প্রশাসনের কোনো সদস্য এই স্কুলে মাদক সেবন করে কিনা এটা আমার জানা নেই। আজ আমি জানতে পারি, ওই তিনজন নাকি গাঁজা সেবন করেছে, তাদের মধ্যে পুলিশ সদস্য ছিলেন। তাই তাদেরকে ছাত্ররা ধরে রেখেছে এবং পরবর্তীতে পুলিশ এসে তাদের নিয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান একটা পবিত্র জায়গা। এখানে যদি কেউ নেশাদ্রব্য নিয়ে আসে বা সেবন করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান মুঠোফোনে বলেন, খবর পেয়ে কেডি স্কুল থেকে দুইজন পুলিশ সদস্যসহ তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে সেখানে সদর থানার ওসি উপস্থিত ছিলেন। আমরা উনার সহায়ক হিসেবে কাজ করেছি।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ারকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |