ঢাকা

বাগেরহাটে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

বাগেরহাট প্রতিনিধি

শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭ , ০১:৪৭ পিএম


loading/img

বাগেরহাট সদর উপজেলায় বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

বিজ্ঞাপন

শনিবার ভোরে উপজেলার ফ্রিঘাট বেইলি সেতুর কাছে বাগেরহাট-খুলনা সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার তোড়াপা গ্রামের সেকেন্দার হালদারের ছেলে মিজান হালদার (৩০) ও কোড়ামারা গ্রামের ছোট শেখের ছেলে আল-আমিন (৩০)।

বিজ্ঞাপন

বাগেরহাট হাইওয়ে পুলিশের এসআই জামাল শেখ জানান, তারা গরু কেনার জন্য পিকআপভ্যান ভাড়া করে যশোর যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে আসা বাগেরহাটগামী রোহান পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ও তার সহকারীসহ চারজন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মিজান ও আঅ-আমিন মারা যান।

তিনি আরো জানান, পুলিশ বাস-পিকআপ হেফাজতে নিলেও বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |