ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ১১:২৮ পিএম


loading/img
ফাইল ছবি

বাগেরহাটের চিতলমারীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে প্রতিপক্ষের হামলায় কাজী নিজাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিজাম উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা গ্রামের মৃত নুর মোহাম্মদের কাজীর ছেলে। এর আগে, মঙ্গলবার রাতে ওই ইউনিয়নের মাঠপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় নাজিমসহ ছয়জন আহত হন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই নাজিমের ভাই জামাল কাজী বাদী হয়ে একই এলাকার মো. সাইফুল মোল্লাকে প্রধান করে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের নামে মামলা করেন। ওই মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. সাইফুল মোল্লা (৩৮), সৈকত শেখ (২২) ও চান মিয়া (৩৮)। গ্রেপ্তারকৃতরা মাঠপাড়া এলাকার বাসিন্দা। 

হামলার ঘটনার জেরে গ্রেপ্তার তিন আসামির বাড়িতে অগ্নিসংযোগ করেন নিহতের সমর্থকরা। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে মাঠপাড়া গ্রামে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে কাজী নিজাম নামের এক ব্যক্তিকে কুপিয়েছে তার প্রতিপক্ষরা। নিহতের ভাইয়ের মামলায় হত্যার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |