ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

কপোতাক্ষ নদে ডুবুরি নিখোঁজ

আরটিভি নিউজ

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ১০:১০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে বালু পরিবহনের বলগেটের নোঙর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদে এক ডুবুরি নিখোঁজ হয়েছেন। তার নাম মিজানুর রহমান সরদার (২২)। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ মেলেনি। নিখোঁজ মিজানকে উদ্ধারে এ দিন সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। 

নিখোঁজ মিজানুর রহমান সরদার খুলনার ৫নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে। 

বিজ্ঞাপন

এর আগে, সোমবার গাবুরার পার্শেমারি টেকেরহাটে নিখোঁজ হন ডুবুরি মিজান।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী প্রিন্স রেজা বলেন, ‘খবর পাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পর থেকে সার্বিক খোঁজখবর নিচ্ছি।’

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, ‘মিজান সরদারের সন্ধান এখনও মেলেনি। মঙ্গলবারের মতো উদ্ধার অভিযান শেষ।’

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |