ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কপোতাক্ষ নদের তীরে মিলল গরু ব্যবসায়ীর মরদেহ

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২ , ০১:১৯ পিএম


loading/img
ফাইল ছবি

যশোরের ঝিকরগাছায় ইয়াকুব আলী নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার ব্যাংদাহ বাসস্ট্যান্ডে কপোতাক্ষ নদের তীর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইয়াকুব ব্যাংদাহ গ্রামের তাকবিল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার দিকে বাসস্ট্যান্ডের উত্তর পাশে কপোতাক্ষ নদের তীরে ইয়াকুবের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ইয়াকুবের মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ইয়াকুব। এরপর তার সঙ্গে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেনি। ইয়াকুব পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি ঋণগ্রস্ত ছিলেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আরটিভি নিউজকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছে।

ওসি আরও জানিয়েছেন, কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ খোঁজ নিচ্ছে।

বিজ্ঞাপন

এমআই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |