• ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১
logo

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. জসিম উদ্দিন (৩৮) এবং মো. মিজানুর রহমান (৬০) নামে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার কেডিএস লজিস্টিকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত জসিমের বাড়ি খুলনা জেলায় এবং মিজানুর রহমান সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার আম্বিয়া বাড়ির নুরুল আমিন প্রকাশ ভোছনের ছেলে।

জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমূখী অজ্ঞাত একটি ট্রাক চাপা দিলে সিএন্ডএফ কর্মকর্তা মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে নিহত হন। তার বাড়ি খুলনা হলেও তিনি চাকরির সুবাধে দীর্ঘদিন নগরীর হালিশহর এলাকায় বসবাস করতেন। অপরদিকে এর কিছু সময় পর রাস্তা পার হওয়ার সময় একই স্থানে মাইক্রোবাসের ধাক্কায় কেডিএস লজিস্টিকে সিকিউরিটি গার্ড মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দুজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের অভিযোগ, আহত ৫
আ.লীগ কর্মীর হাঁসুয়ার কোপে বিএনপি কর্মী নিহত
চট্টগ্রামের ছাত্রলীগ নেতা ভারতে পালানোর সময় নওগাঁয় আটক
চবিতে ক্লাস শুরু ৬ অক্টোবর