ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামের একটি হাসপাতালে সিলিন্ডার বিস্ফোরণ

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৩:৫৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লালখান বাজারের মমতা মাতৃসদন নামের একটি ক্লিনিকের অপারেশন থিয়েটারে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন ক্লিনিকে থাকা রোগী ও স্বজনরা। শুক্রবার (২৭ জুন) দুপুরে লালখান বাজারের ওই ক্লিনিকের একটি ইউনিটের ওটিতে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অপারেশন থিয়েটারে রাখা একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হলে হঠাৎ ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে বাইরে বেরিয়ে আসেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিস্ফোরণের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আছে, তারা তদন্ত করে বিস্তারিত জানাবে।

এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়া দেখা মাত্র রোগীদের অন্য ইউনিটে সরিয়ে নেওয়া হয়। কেউ গুরুতর আহত হয়নি। এটি একটি দুর্ঘটনা বলে তারা দাবি করেছেন।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |