শেখ হাসিনার মতো তার ছেলেরও লজ্জা-শরম নেই: প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ০৮:৫১ পিএম


শেখ হাসিনার মতো তার ছেলেরও লজ্জা-শরম নেই: প্রিন্স
ছবি: প্রতিনিধি

শেখ হাসিনার মতো তার ছেলে জয়েরও লজ্জা-শরম নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিজ্ঞাপন

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে ইমেক্স সেন্টারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে জালিয়াতি করে জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। এ জন্য তারা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে ও গণহত্যা চালিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। জনগণ এখন তাদের রাজনীতি করার সুযোগ দেবে কি না, এটাই এখন বড় প্রশ্ন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, শেখ পরিবারের ক্ষমতালিপ্সা, লুটপাট ও ফ্যসিবাদের কারণেই আওয়ামী লীগ দেশের মানুষের কাছে গণশত্রুতে পরিণত হয়েছে। 

বিএনপির এই নেতা বলেন, পতিত স্বৈরাচারের মুখে সংস্কার ও নির্বাচনের কথা বেমানান। আওয়ামী লীগের বিচার করা ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না। মানুষ চায় দ্রুত আওয়ামী শাসনামলের অবিচারের বিচার, গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচন দেখতে। 

সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, কাজী ফরিদ আহমেদ পলাশ, শফিকুর রহমান, অধ্যাপক মোফাজ্জল হোসেন, মোরশেদ আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চলসহ অঙ্গ সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission