• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

শিবপুরে মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৪
শিবপুরে মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২
ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ২ যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার গাবতলীতে মরজাল বাসস্ট্যান্ডের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক সোহেল সারোয়ার।

নিহতরা হলেন- সদর উপজেলার চিনিশপুরের আক্তারুজ্জামানের ছেলে দারুল কারার সিফাত (২৮) ও একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৯)।

পরিদর্শক সোহেল সারোয়ার বলেন, মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে মোটরসাইকেলে নরসিংদীর সদর উপজেলার চিনিশপুরে ফিরেছিলেন সিফাত ও সোহেল। এ সময় শিবপুরের গাবতলী এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর অবস্থায় স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি কাভার্ডভ্যানটিও জব্দ করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ
নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা 
ছেলের দায়ের কোপে মা নিহত
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় রেস্তোরাঁ ম্যানেজার নিহত