শিবপুরে মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

আরটিভি নিউজ

সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ১১:১৪ পিএম


শিবপুরে মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২
ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ২ যুবক নিহত হয়েছেন। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার গাবতলীতে মরজাল বাসস্ট্যান্ডের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক সোহেল সারোয়ার।

নিহতরা হলেন- সদর উপজেলার চিনিশপুরের আক্তারুজ্জামানের ছেলে দারুল কারার সিফাত (২৮) ও একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৯)।

পরিদর্শক সোহেল সারোয়ার বলেন, মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে মোটরসাইকেলে নরসিংদীর সদর উপজেলার চিনিশপুরে ফিরেছিলেন সিফাত ও সোহেল। এ সময় শিবপুরের গাবতলী এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর অবস্থায় স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি কাভার্ডভ্যানটিও জব্দ করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.