বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ধনী-গরিব বৈষম্য থাকবে না: খোকন

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:০১ এএম


বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ধনী-গরিব বৈষম্য থাকবে না: খোকন

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশে ধনী-গরিব বৈষম্য থাকবে না। আওয়ামী লীগের আমলে ধনী আরও ধনী হয়েছে। গরিব আরও গরিব হয়েছে। আওয়ামী লীগ এই বৈষম্য তৈরি করেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী পৌরসভা প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে জবাবদিহিতা ছিল না। তারা টাকা লুটপাট করে ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে। এ দেশকে হাজার লাখ কোটি টাকা বৈদেশিক ঋণের বোঝা দিয়ে গেছে। ৬ লাখ কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনার ছেলে-মেয়ে ও তার পরিবারের সদস্যরা বিদেশে নিয়ে গেছে। 

তিনি আরও বলেন, জনগণ মৌলিক অধিকার বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, আওয়ামী লীগ লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। বিএনপি দেশ গড়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করেছে। আওয়ামী লীগের অপকর্মের ফলেই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট হাসিনা। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতিতে দেখতে চায় না।  

নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন, যুবদল নেতা সুমন চৌধুরী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনিসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.