• ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
logo

মমেকে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২৪, ১৬:০৪
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জহুরা খাতুন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গৌরীপুর উপজেলার কলাবাগান এলাকার মিজানুর রহমানের মেয়ে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত জহুরা খাতুন জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা। তিনি সম্প্রতি ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন। পরে গত ১৫ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে টিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান।

তিনি আরও বলেন, হাসপাতালে মোট ৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মাঝে পুরুষ ২৮ জন, নারী ৭ জন ও শিশু ২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ হয়েছেন ১৯ জন।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে পলাতক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার  
শহীদ সাগর হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিএনপির বিক্ষোভ
ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু 
১০ ঘণ্টা পর মুক্ত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান