ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মমেকে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ , ০৪:০৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জহুরা খাতুন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গৌরীপুর উপজেলার কলাবাগান এলাকার মিজানুর রহমানের মেয়ে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মৃত জহুরা খাতুন জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা। তিনি সম্প্রতি ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন। পরে গত ১৫ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে টিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হাসপাতালে মোট ৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মাঝে পুরুষ ২৮ জন, নারী ৭ জন ও শিশু ২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ হয়েছেন ১৯ জন।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |