• ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল ও গণভোজ

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ২০:৫৫
ছবি : আরটিভি

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় রাজশাহীতে গরু নিয়ে শোডাউন ও আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হওয়া এ শোডাউনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন।

ট্রাকের ওপর একটি লাল রঙের গরু নিয়ে শোডাউন শুরু করেন তারা। এ সময় ট্রাকের পিছনে থাকা কয়েকজন ছাত্রলীগবিরোধী স্লোগানও দেন। আলুপট্টি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে শোডাউন ও মিছিল শেষ হয় নগরীর সিএনবি মোড়ে। রাতে শিশু একাডেমি মাঠে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে সেখানে অনুষ্ঠিত হয় গণভোজ।

রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহিম বলেন, সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই আনন্দ উদযাপন করতেই এমন আয়োজন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ট্রাকে করে ঘোরানো গরুটি একজনের কাছ থেকে শোডাউনের জন্য আনা হয়েছে। গরুটি ফেরত দেওয়া হবে। গণভোজের জন্য বাজার থেকে মাংস কেনা হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে বিশ্ব ডিম দিবস পালিত
রাবির সাংবাদিকতা বিভাগে তালা
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ
মায়ের কোল থেকে পড়ে বাসচাপায় শিশুর মৃত্যু