রাজশাহী ও চিটাগংয়ের মালিককে কঠোর হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার
চলমান বিপিএলে পেমেন্ট ইস্যুর উত্তাপ যেন শেষই হচ্ছে না। বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হলেও এখনও পেমেন্ট দিতে পারেননি দুর্বার রাজশাহীর মালিক। এ ছাড়াও ইমনের পেমেন্ট নিয়েও রসিকতা করেছিলেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। এই দুই দলের মালিককে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুরে বরিশাল ও চিটাগংয়ের ম্যাচ দেখতে এসে গণমাধ্যমের মুখোমুখি হন আসিফ।
তিনি বলেন, এবারের বিপিএলে আমরা নতুনত্ব আনার চেষ্টা করেছি। সেটা আপনারা দেখেছেন। এর বাইরে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এঈ ব্যাপারে আমরা এনএসসির পক্ষ থেকে একটা সত্যানুন্ধান কমিটি করেছি। ফিক্সিংয়ের যে অভিযোগ এসেছে সেটি অনুসন্ধানে বিসিবিও একটি স্বাধীন ও স্বতন্ত্র কমিটি গঠন করবে। তাদের যেভাবে সাহায্য-সহযোগিতা করা দরকার আমরা সেটা করব। দ্রুতই আমরা যে অনাকাঙ্খিত ঘটনাগুলো ঘটেছে আমরা সেটা লিস্ট করছি।
এ সময় রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, দুইটা টিমের খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যে সমস্যা ছিল, তা নিয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি। আমি আপনাদের আশ্বস্ত করছি খুব দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমরা পেমেন্ট দেওয়া নিয়ে কথা বলেছি। যদি না দেয় তাহলে আর কথা বলবো না। আমরা অন্য ব্যবস্থা নিব না।
এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পারভেজ ইমনকে পারিশ্রমিক দেননি সামির কাদের চৌধুরী। বিপরীতে তিনি বলে বসেন,‘আমার টাকা গাছে ধারে না’। এ বিষয়ে আসিফ বলেন, এটা খুবই দুঃখজনক । কোনো ক্রিকেটারকে নিয়ে এভাবে কথা উচিত না। আমি বিসিবিকে বলেছি তার বিষয়ে পদক্ষেপ নিতে।
আরটিভি/ এসআর
মন্তব্য করুন