• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ 

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ১৬:০১
কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ 
ছবি : আরটিভি

পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পৌরভবন পর্যন্ত প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া অভিযান চলবে দুদিন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নোটিশ ও মাইকিং করে অবৈধ স্থাপনার সরিয়ে নেয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও অনেকে সরিয়ে নেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, ‘মোট চার শতাধিক অবৈধ দখলদারকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলা হয়েছে। তবে নির্দিষ্ট সময় পরেও অনেকে স্থাপনা সরিয়ে নেয়নি‌। তারপরে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্বাহী মাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটা পৌর যুবদলের ৩ নেতা বহিষ্কার
কক্সবাজার সৈকতের অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ
শীতের শুরুতেই কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত
এক কোরালের দাম ২০ হাজার টাকা