ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

‘আমি চিরদিনের জন্য বিদায় নিলাম, আমার মরণের জন্য কেউ দায়ী না’

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০১:২৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

কুয়াকাটা সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় স্বেচ্ছাসেবকরা তাকে নিয়ে যান হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায়। 

বিজ্ঞাপন

সেই চিরকুটে লেখা, ‘আমি চিরদিনের জন্য বিদায় নিলাম, আমাকে আর কোনো দিন খোঁজার দরকার নাই। আর একটা কথা, আমার মরণের জন্য কেউ দায়ী না, আমি নিজের মরণের জন্য নিজেই দায়ী।’

শুক্রবার (৩০ মে) পটুয়াখালীর কুয়াকাটায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত দুদিন ধরে ওই বৃদ্ধকে কুয়াকাটা সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন অনেকে। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ তিনি কুয়াকাটা চৌরাস্তায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পর্যটন ব্যবসায়ী জনি আলমগীরসহ কয়েকজন স্বেচ্ছাসেবক দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

পর্যটন ব্যবসায়ী জনি আলমগীর বলেন, আমার ট্যুরিস্ট বোট কাউন্টারের সামনে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। তখন তার বাড়ির কথা জিজ্ঞেস করলে তিনি জানান, তার বাড়ি বরিশাল। এরপর আর কিছু বলতে পারেননি।

Capture2

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ওই বৃদ্ধের এখনও জ্ঞান ফেরেনি। সে কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে পটুয়াখালী পাঠিয়েছেন। আমরা চেষ্টা করছি তার পরিবারের খোঁজ নিতে। সেই সঙ্গে সুস্থ করার চেষ্টা করছি, যাতে সুস্থ হয়ে তার পরিবারের ঠিকানা দিতে পারেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ গণমাধ্যমকে বলেন, কয়েকজন যুবক অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে আমরা চিকিৎসা দিয়েছি। তার বয়স ষাট বছরের বেশি (আনুমানিক)। 

তিনি আরও বলেন, তাকে (বৃদ্ধ) দেখে ভারসাম্যহীন মনে হচ্ছে না। তবে তিনি স্ট্রোক করতে পারেন বা শরীর দুর্বল হয়ে অসুস্থ হতে পারেন। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |