• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাবেক সংসদ সদস্য মানিকের জামিন মঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১৫:৫৭
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র আদালতে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ। তিনি জানান, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বয়স ও অসুস্থতা বিবেচনা করে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। মুহিবুর রহমানের বাড়ি ছাতক উপজেলার আমেরতৈল গ্রামে। তিনি সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসন থেকে পাঁচবার নির্বাচিত এমপি।

আরটিভি/এমএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদীর জামিন স্থগিত  
জয়ের নামও উচ্চারণ করতে চাই না: শফিক রেহমান
প্রকাশ্যে গুলি ছুড়ে ধরা সাবেক সংসদ সদস্য, জনতার মারধর
হত্যার পর ফ্রিজে মায়ের মরদেহ, জামিন পেলেন না ছেলে সাদ