ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সাবেক সংসদ সদস্য মানিকের জামিন মঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ , ০৩:৫৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র আদালতে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ। তিনি জানান, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বয়স ও অসুস্থতা বিবেচনা করে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। মুহিবুর রহমানের বাড়ি ছাতক উপজেলার আমেরতৈল গ্রামে। তিনি সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসন থেকে পাঁচবার নির্বাচিত এমপি।

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |