• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা, যা ছিল চিরকুটে

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ২২:০৯
মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা, যা ছিল চিরকুটে
ছবি : সংগৃহীত

বগুড়ার কাহালুতে চার বছরের শিশু মুশফিকাকে গলায় ওড়না প্যাঁচিয়ে হত্যার পর মা জুলেখা খাতুন (২৪) ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার আব্দুল মমিনের স্ত্রী জুলেখা বেগম (২৪) ও তাদের সন্তান মুশফিকা খাতুন। এ সময় মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

চিরকুটে লেখা ছিল- আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কাহালু থানার ওসি মো. শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, জুলেখার স্বামী আব্দুল মমিন সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, দুপুরে মোবাইল ফোনে স্ত্রীকে না পেয়ে প্রতিবেশীদের জানালে তারা বাড়ি গিয়ে ডাকাডাকির পর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ পান। প্রতিবেশীরা জানালা দিয়ে জুলেখার ঝুলন্ত লাশ দেখতে পান এবং বিছানায় শিশুকন্যা মুশফিকার মরদেহ দেখতে পান। পরে তারা থানা পুলিশের খবর দেন।

জুলেখার স্বামী আব্দুল মোমিন জানান, তাদের কোনো কলহ ছিল না। তবে তার স্ত্রীর প্রচণ্ড রাগ ছিল। তার ধারণা, শাসনের জন্য মারপিট করলে মুশফিকা মারা যায়। তখন জুলেখা গামছা দিয়ে মেয়ে মুশফিকার মুখ বাঁধে ও গলায় ওড়নার ফাঁস দেয়। এরপর সে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) ওমর আলী, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন।

আরটিভি/একে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকালে চিরকুট লিখে হত্যার হুমকি, সন্ধ্যায় শিশুর মরদেহ উদ্ধার
স্ত্রী বাড়ি না ফেরায় ফেসবুকে পোস্ট দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, অতঃপর...
স্বামীর আত্মহত্যার দুই দিন পর গলায় ফাঁস দিলেন স্ত্রীও
চাঁদপুরে দুই কিশোরের আত্মহত্যা